সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – ২৩৩টি পদ

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Sylhet Civil Surgeon Office Job Circular 2023 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে।স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক মোতাবেক সিভিল সার্জন, সিলেট ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের স্থায়ী, রাজস্ব খাতে ১১-১৭ (গ্রেডভুক্ত (পূর্বতন ৩য় শ্রেণি) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক এর নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে Online (http://cssylhet.teletalk.com.bd) এ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রক্রিয়াকরণ করা হবে। অন্য কোনোভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

নাগরিকত্ব : প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।

সার সংক্ষেপ

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সংক্ষেপে বিবরনঃ সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্ত ২০২৩ এ  মোট ১০টি ক্যাটাগরিতে ২৩৩ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২২ জুলাই ২০২৩ইং দৈনিক সমকাল পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের  শুরু ২৩ জুলাই ২০২৩ইং থেকে। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৩ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Sylhet Civil Surgeon Office Job Circular 2023

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্ত ২০২৩ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল সিলেট সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। সিলেট সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। সিলেট সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি? 

সিলেট সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Sylhet Civil Surgeon Office Job Circular 2023

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নামঃসিলেট সিভিল সার্জন কার্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ  ২২ জুলাই ২০২৩ 
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি
ক্যাটাগরিঃ১০টি
শূন্যপদঃ২৩৩টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ২৩ জুলাই ২০২৩ সকাল ৯.০০ টা হতে
আবেদনের শেষ তারিখঃ১২ আগস্ট ২০২৩ বিকল ৫.০০ টা পর্যন্ত
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে দেখুন
আবেদন করার লিংকঃ   বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেনঃ 

ক্রমিক নং-১, ২ ও ৩ এ বর্ণিত পদে বাংলাদেশের যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

ক্রমিক নং-৪ থেকে ১০ পর্যন্ত পদের প্রার্থীদের ক্ষেত্রে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য কোন প্রার্থীদের বিবেচনা করা হবে না।

স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলাভিত্তিক) সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। Sylhet Civil Surgeon Office Job Circular 2023

সিলেট সিভিল সার্জন কার্যালয় বিজ্ঞপ্তি অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

(০১) পদের নাম: ফার্মাসিষ্ট 

পদ সংখ্যাঃ ৩ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০/-)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।

(০২) পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 

পদ সংখ্যাঃ ১৬ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০/-)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত ইনষ্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি (ল্যাব)-এ ডিপ্লোমা ডিগ্রি।

(০৩) পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) 

পদ সংখ্যাঃ ৫ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০/-)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)-এ ডিপ্লোমা ডিগ্রি।

(০৪) পদের নাম: পরিসংখ্যানবিদ

পদ সংখ্যাঃ ৪টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।

খ) কম্পিউটার চালানোর দক্ষতা।

(০৫) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদ সংখ্যাঃ ১৭টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। 

খ) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সএল, পাওয়ারপয়েন্ট ও ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা সনদ থাকতে হবে।

গ) টাইপিং গতি (সর্বনিম্ন) প্রতি মিনিটে বাংলায়-২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। Sylhet Civil Surgeon Office Job Circular 2023

(০৬) পদের নাম: স্টোর কিপার 

পদ সংখ্যাঃ ৯টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 খ) স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্তভাবে বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

(০৭) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যাঃ ১টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ।

(০৮) পদের নাম: ওয়ার্ড মাস্টার

পদ সংখ্যাঃ ১টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(০৯) পদের নাম: গাড়ি চালক 

পদ সংখ্যাঃ ৮টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ।

 খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার অভিজ্ঞতা। Sylhet Civil Surgeon Office Job Circular 2023

(১০) পদের নাম: স্বাস্থ্য সহকারী 

পদ সংখ্যাঃ ১৬৯টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আরো কিছু নতুন চাকরির খবর

Sylhet Civil Surgeon Office Job Circular 2023

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

আগ্রহী পদপ্রার্থীগণকে http://cssylhet.teletalk.com.bd এ ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে। 

আবেদনপত্র, লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

আবেদনের সময়সীমা 

১। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৩ জুলাই, ২০২৩ খ্র. রাত ১২.০০টা হতে ১২ আগস্ট, ২০২৩ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

২। উক্ত সময়সীমার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনের বয়সসীমা

বয়সসীমা : ০১ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখে বয়স :

১ বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য ১৮ হতে ৩০ বছর।

২ বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য ১৮ হতে ৩২ বছর।

৩ বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

 সরকারি/আধা-সরকারি /স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC)-এর মূল কপি জমা দিতে হবে। Sylhet Civil Surgeon Office Job Circular 2023 

কোটার প্রার্থীর নিয়ামাবলী

১। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে।

২। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের পুত্র-কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd তে এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত/প্রদর্শিত তালিকার যেকোন একটির প্রমাণক দাখিল করবেন। এক্ষেত্রে কোন প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সনদ প্রযোজ্য হবে না।

৩। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদেরকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত এতিম/শারীরিক প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে।

৪। আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত (ন্যূনতম ২১ দিনের প্রশিক্ষণ যা ৩০/০৬/২০২৩ খ্রি. এর পূর্বে সম্পন্ন) প্রার্থীকে জেলা আনসার অ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

৫। প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।

Sylhet Civil Surgeon Office Job Circular 2023 Info 

অনলাইনে আবেদনের নিয়মাবলি

Online এ Application Form যথাযথভাবে পূরণ, নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।

পরীক্ষার ফি জমা

 Applicant’s Copy- তে দেয়া User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি পৃথক SMS করে পরীক্ষার ফি বাবদ ১১-১২ গ্রেড এর জন্য ৩৩৪/- (তিনশত চৌত্রিশ) টাকা এবং ১৩-১৬তম গ্রেড এর জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: CSSYLHET <Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example : CSSYLHET ABCDEF send to 16222.

Reply: Applicant’s Name, Tk……. will be Charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CSSYLHET <Space> Yes <Space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: CSSYLHET <Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSSYLHET YES 12345678 send to 16222.

Reply: Congratulations Applicant’s Name, Payment completed Successfully for CSSYLHET Application for xxxxxxx User ID is (ABCDEF) and Password (X X X X X X X X X ).

প্রবেশপত্র প্রাপ্তি

 প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://cssylhet.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মোবাইল নম্বর সক্রিয় না রাখার কারণে কোন তথ্য বা এসএমএস পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পরীক্ষার সময়

এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) পরীক্ষার তারিখ, সময়, স্থান অথবা প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জন অফিস, সিলেট এর নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে। 

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।

প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রসমূহের মূল কপি এবং সনদপত্রসমূহের এক সেট সত্যায়িত ফটোকপি ও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।

Sylhet Civil Surgeon Office Job Circular 2023 New Job

কর্তৃপক্ষের নির্দেশনা

১। ১১/১২/২০১৮ খ্রিঃ এবং সিভিল সার্জন, সিলেট এর স্মারক নং- সিএসএস/নিয়োগ/২০১৮/১৫৬০৪ তারিখঃ ১৩/১২/২০১৮ খ্রিঃ মূলে দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতোপূর্বে অনলাইনে আবেদন করেছিলেন, তাদেরকে (কীটতত্ত্ব টেকনিশিয়ান ও ল্যাবঃ এটেনডেন্ট পদ ব্যতীত) পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

২। নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৩। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৪। কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

৫। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৬। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন

Online আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] ই-মেইলে অথবা টেলিটক হতে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল এর Subject Organization Name : CSSYLHET, Post Name: Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রার্থীকে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। 

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1
সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 2
সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 3

আবেদন শুরু করার তারিখঃ  ২৩ জুলাই ২০২৩ সকাল ৯.০০ টা হতে

আবেদনের শেষ  তারিখঃ ১২ আগস্ট ২০২৩ বিকল ৫.০০ টা পর্যন্ত

আবেদন করার লিংকঃ  http://cssylhet.teletalk.com.bd 

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। এই লিংকে দেখুন

সিলেট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Sylhet Civil Surgeon Office Job Circular 2023

শেয়ার করুন

Leave a Comment