বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার Bgb Sipahi Job Circular 2023 নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরি, একটি স্বপ্নের চাকরি। বাংলাদেশের অনেক শিক্ষিত নাগরিকই আছেন যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরি করতে খুবই আগ্রহী হয়ে থাকেন। আপনি যদি বাংলাদেশর সীমান্ত রক্ষায় একজন গর্বিত অংশীদার হতে চান। তাহলে বিজিপি সিপাহী পদে আবেদন করতে পারেন। আমাদের ওয়েবসাইটে বিজিপি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার এর আবেদনের সকল প্রকার নিয়ম-কানুন শর্তাবলী যোগ্যতা ও সকল তথ্য নিচে দেওয়া হয়েছে। তাই আপনার উচিত হবে আবেদন করার আগে নিচে দেওয়া সকল তথ্যগুলো দেখে আবেদন করা।
সার সংক্ষেপ
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার এ ১০১তম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা পদে লোকবল নিয়োগ এর জনয বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।০৯ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । আবেদনের শুরু ০৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩। বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার এ নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন আবেদন করেত নিচে থাকা সকল নিয়মকানুন গুলো দেখুন । Bgb Sipahi Job Circular 2023
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার এ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখুন যাতে পরিক্ষায় আসলে উত্তর দিতে পারেন। তা হল বিজিবি কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বিজিবি পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বিজিবি কার্যাবলি মূলত কি? বিজিবি নামটি কখন দেওয়া হয়েছে? পূর্বে বিজিবি এর নাম কি ছিল?
বিজিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? বিজিবি এর ইতিহাস সম্পর্কে ভালো করে আপনাকে জানতে হবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Bgb Sipahi Job Circular 2023
আরো কিছু চাকরির খবর
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার বিবরন
প্রতিষ্ঠানের নামঃ | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
বিজ্ঞপ্তি প্রকাশঃ | ০৯ সেপ্টেম্বর ২০২৩ |
বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
প্রকাশ সূত্রঃ | বাংলাদেশ প্রতিদিন |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
ক্যাটাগরিঃ | ০১ টি |
শূন্যপদঃ | অনির্দিষ্ট |
আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
আবেদন শুরু করার তারিখঃ | ১০ সেপ্টম্বর ২০২৩ |
আবেদনের শেষ তারিখঃ | ১৯ সেপ্টম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
আরো চাকরির খবর
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার এর পদের বিস্তারিত তথ্য
পদের নামঃ ১০১তম ব্যাচে সিপাহী পুরুষ ও মহিলা
পদের সংখ্যাঃ অনির্দিষ্ট
বেতন স্কেলঃ ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়সঃ ০৭-১-২০২৪ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ০৮-১-২০০১ হতে ০৭-১-২০০৬ এর মধ্যে হতে হবে)। পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বয়স গণনায় এফিডেভিট গ্রহণ যোগ্য নয়
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি / সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে ( এই নিয়ম পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে )। Bgb Sipahi Job Circular 2023
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো
Bgb Sipahi Job Circular 2023
তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ০৯ সেপ্টেম্বর ২০২৩
আবেদন শুরুর তারিখঃ ১০ সেপ্টম্বর ২০২৩
আবেদন এর শেষ তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩
আবেদনের লিংকঃ https://joinborderguard.bgb.gov.bd
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার এর সকল তথ্য
২। (ক) শারীরিক যোগ্যতাঃ পুরুষ
বিজিবি সিপাহী পদে উচ্চতাঃ পুরুষ এর ক্ষেত্রেঃ ১.৬৭৬ মিটার (৫ ফুট -৬ ইঞ্চি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে হবে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
বিজিবি সিপাহী পদে ওজন পুরুষ এর ক্ষেত্রেঃ ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)
বিজিবি সিপাহী পদে বুকের মাপ পুরুষ এর ক্ষেত্রেঃ স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)
স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ ( ৩৪ ইঞ্চি)
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ
( ৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)
বিজিবি সিপাহী পদে পুরুষ এর ক্ষেত্রে দৃষ্টি শক্তিঃ ৬/৬
২। (খ) শারীরিক যোগ্যতাঃ মহিলা
বিজিবি সিপাহী পদে উচ্চতা মহিলার ক্ষেত্রেঃ ১.৫৭৪ মিটার (৫ ফুট -২ ইঞ্চি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে হবে যা ১.৫২৪ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
বিজিবি সিপাহী পদে ওজন মহিলার ক্ষেত্রেঃ ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে হবে যা ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)
বিজিবি সিপাহী পদে বুকের মাপ মহিলার ক্ষেত্রেঃ স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি)
স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ ( ৩০ ইঞ্চি)
বিজিবি সিপাহী পদে দৃষ্টি শক্তিঃ মহিলার ক্ষেত্রেঃ ৬/৬
৩। বিজিবি সিপাহী পদে বৈবাহিক অবস্থা হতে হবেঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)।
৪। বিজিবি সিপাহী পদে অত্র বাহিনীর এর জনবল হ্রাস/বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় (নিয়োগকারী কর্তৃপক্ষ) জেলা কোটা কম/বেশী করারক ক্ষমতা সংরক্ষণ করেন।
৫। বিজিবি সিপাহী পদে জেলা কোটা ক্ষেত্রে সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত রয়েছে।
৬।বিজিবি সিপাহী পদে রেজিষ্ট্রেশন এর জন্যঃ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১, ২ ও ৩ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ১০.০০ ঘটিকা হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ২৪.০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
৭। বিজিবি সিপাহী পদে আবেদন প্রণালী। বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবেঃ
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার
১। বিজিবি সিপাহী পদে যোগ্যতা পরীক্ষা Bgb Sipahi Job Circular 2023
১।নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
২। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
৩। “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
৪।যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।
২। বিজিবি সিপাহী পদে রেজিষ্ট্রেশন Bgb Sipahi Job Circular 2023
১। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন এরপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
২। আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি (OTP) কোডটি লিখুন এবং “যাচাই করুন” বাটনে ক্লিক করুন ।
৩। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিষ্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে।
৪। আপনার রেজিষ্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
৫। এরপর নিচের “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।
৩। বিজিবি সিপাহী পদে আবেদন ফি জমা Bgb Sipahi Job Circular 2023
১। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “ লগইন করুন” বাটনে ক্লিক করুন।
২। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন
৩। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।
৪।বিজিবি সিপাহী পদে শিক্ষাগত যোগ্যতা যাচাই Bgb Sipahi Job Circular 2023
১। আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর) প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
২। আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
৫। বিজিবি সিপাহী পদে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড
১। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
২। ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
৪। “আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।
৫। তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
৬। তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না।
৭। সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান” চেক বক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।
৬। বিজিবি সিপাহী পদে এডমিট কার্ড ডাউনলোড Bgb Sipahi Job Circular 2023
১। এডমিট কার্ডের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
২।বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট https://joinborder guard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
৮। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। নির্বাচিত প্রার্থীদেরকেই Fasting Sugar, HbA1C, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করানো হবে।
উল্লেখ্য, Fasting Sugar, HbA1C & Serum Creatinine রক্ত পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।
পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সীর মাধ্যমে তদন্ত প্রতিবেদন (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।
৯। বিজিবি সিপাহী পদে ভর্তির সময় অবশ্যই যা সংগে আনতে হবে সে সকল বিষয়গুলো অফিসিয়াল ওয়েবসাইটে সকল তথ্য দেওয়া রয়েছে তা দেখুন।
১০। বিজিবি সিপাহী পদে ভর্তি সংক্রান্ত কোন তথ্যাদি ওয়েব সাইটে জানতে হলে Visit করুন https://joinborderguard.bgb.gov.bd
১১। বিজিবি সিপাহী পদে HELP DESK আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোন মোবাইল ফোন হতে ০১৬৬৯৬০০০০, ০১৬৬৯৬০০৮৮৮ অথবা ০২২২৩৩৬১৪৩৬ নম্বরে কল করুন।
বিজিবি সিপাহী পদে নিয়োগ ২০২৩ সার্কুলার Bgb Sipahi Job Circular 2023
শেয়ার করুন