বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  Bangladesh Army Sainik Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি বাংলাদেশের একজন গর্বিত ও সম্মানিত নাগরিকের অধিকারি হতে চাইলে নিম্নে দেওয়া যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারেন। ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে। ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করতে হবে।

সার সংক্ষেপ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে 

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ০৮ মার্চ ২০২৪ ।  আবেদনের শুরুর তারিখ ১৪ মার্চ ২০২৪ ও আবেদনের শেষ তারিখ ০৫ এপ্রিল ২০২৪ইং। নিচে দেওয়া আবেদনের সকল শর্ত, বয়স, শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা, অনলাইনে আবেদনের পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষ, চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান, জেলা কোটা ও বিভিন্ন নির্দেশনা আলোচনা করা হয়েছে। আপনি আমাদের ওয়েবসাইটে নিম্নে সকল তথ্যগুলো দেখুন এবং নিচে দেওয়া মূল অফিসিয়াল নোটিশটি দেখুন। Bangladesh Army Sainik Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ গুরুত্বপূর্ণ  কথাঃ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে প্রাথমিক দায়িত্ব কি? বাংলাদেশ সেনাবাহিনী কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ সেনাবাহিনী কার্যাবলি মূলত কি? বাংলাদেশ সেনাবাহিনী এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? 

বাংলাদেশ সেনাবাহিনী রঙ কি? এবং নীতিবাক্য কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এবং প্রধান সেনাপতির নাম কি? সেনাপ্রধান এর নাম কি? চিফ অব জেনারেল স্টাফ এর নাম কি? এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Bangladesh Army Sainik Job Circular 2024

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি  

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরণ

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ সেনাবাহিনী
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৮ মার্চ ২০২৪
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃদৈনিক ইত্তেফাক পত্রিকা
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃবিজ্ঞপ্তিতে দেখুন
শূন্যপদঃবিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১৪ মার্চ ২০২৪ইং
আবেদনের শেষ তারিখঃ০৫ এপ্রিল ২০২৪ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃ বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  নতুন অফিসিয়াল নোটিশ

নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড-২ (বিশেষ পেশা)

এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১৪ মার্চ ২০২৪ এবং শেষ তারিখ ০৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 09-03-24-1

বিজ্ঞপ্তিটি বড় করে ক্লিয়ার নিচে দেখুন – বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 09-03-24-22
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 09-03-24-33

Bangladesh Army Sainik Job Circular 2024  

আবেদন শুরু করার তারিখঃ  ১৪ মার্চ ২০২৪

আবেদনের শেষ  তারিখঃ  ০৫ এপ্রিল ২০২৪

আবেদন করার লিংকঃ http://sainik.teletalk.com.bd 

অথবা  এখানে ক্লিক করুন

 অথবা https://joinbangladesharmy.army.mil.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

১। আবেদনঃ একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে, জেলা কোটা অনুযায়ী ট্রেড-২ (বিশেষ পেশায় )-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (SS) পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে। 

২। ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহঃ কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার ।

৩। যোগ্যতা

ক। বয়সঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ (এক) বছর শিথিল যোগ্য।

খ। শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।

গ। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ।

(১) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে।

(২) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর ন্যূনতম ০৩ (তিন) মাসের প্রশিক্ষণ থাকতে হবে, করে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে।

বিশেষ

(৩) পেইন্টার/পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। (৪) ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শেষ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া আছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 1
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 2
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 3

Bangladesh Army Sainik Job Circular 2024  

আবেদন শুরু করার তারিখঃ ১০ জানুয়ারি ২০২৪

আবেদনের শেষ  তারিখঃ  ১৫ ফেব্রুয়ারী ২০২৪ 

আবেদন করার লিংকঃ http://sainik.teletalk.com.bd 

অথবা  এখানে ক্লিক করুন

 অথবা https://joinbangladesharmy.army.mil.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ আবেদনের নিয়ামাবলি

১। আবেদনঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ 

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে। 

২। যোগ্যতাঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

ক। সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা।

(১) বয়স। ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

(২) শিক্ষাগত যোগ্যতা। এসএসসি/সমমান (মাদ্রাসা / কারিগরি/ উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা।

(১) বয়স । বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ০১ (এক) বছর শিথিল যোগ্য।

(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতা।

ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

খ। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৬ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

গ। শারীরিক মানঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ 

পুরুষ প্রার্থীদের জন্য

ক। উচ্চতাঃ ১.৬৫ মিটার (৫ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতিত। বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)

খ। ওজনঃ ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)

গ। বুকঃ  স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

              প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্য

ক। উচ্চতাঃ ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতিত। বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ফুট ০ ইঞ্চি)

খ। ওজনঃ ৪৭.০০ কেজি (১০৪ পাউন্ড) 

গ। বুকঃ  স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)

              প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

ঘ। স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।

ঙ। সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

চ। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।

৩। ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে

ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।

খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।

গ। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূলকপি (ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ)। ঘ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।

ঙ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।

চ। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।

ছ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি ।

জ। সদ্যতোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃমিঃ x ২ সেঃমিঃ) ০২ কপি সত্যায়িত ছবি।

ছবির পটভূমি নীল/আকাশী রংয়ের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে ।

ঝ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।

ঞ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।

ট। উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র ।

৪। নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৫। নিম্নেবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না

ক। সরকারী চাকুরী হতে বরখাস্তকৃত।

খ। ফৌজদারী মামলায় দন্ডপ্রাপ্ত ।

৬। প্রশিক্ষণ

৭। টেকনিক্যাল ট্রেড

গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।

সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ (ছত্রিশ) সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপঃ

এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী – পুরুষ ও মহিলা

১ম ধাপ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ Bangladesh Army Sainik Job Circular 2024 

১। সাধারণ (GD) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২। টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

টেকনিক্যাল ট্রেড (TT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড এবং প্রার্থী যে ট্রেড’এ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেড এর কোড এসএমএস’এ দিতে হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE<space> TT <space> TRADE CODE<space> EXAM CENTER CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৩। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

 বিএনসিসি এর সদস্যগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (BNCCGD) এবং টেকনিক্যাল ট্রেড (BNCCTT) এ আবেদন করতে পারবেন।

ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>BNCCGD

উদাহরণ : SAINIK DHA 236098 2018 34 BNCCGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> BNCCTT <space> TRADE CODE <space> EXAM CENTER CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 BNCCIT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে মূল বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৪। সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সেনা সদস্যের সন্তানগণ যোগ্যতা থাকা স্বাপেক্ষে সাধারণ ট্রেড (SSGD) এবং টেকনিক্যাল ট্রেড (SSTT) এ আবেদন করতে পারবেন।

ক। সাধারণ (GD) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE<space>SSGD

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 SSGD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

খ। টেকনিক্যাল ট্রেড (TT) পেশায় আবেদনকারীর ক্ষেত্রে এসএমএস নিম্নরূপ হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> SSTT <space> TRADE CODE<space> EXAM CENTER CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 SSTT DVR 111 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

৫। টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএসঃ SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space>TTTI <space> TRADE CODE .  Bangladesh Army Sainik Job Circular 2024

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TTTI DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

২য় ধাপ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএসঃ SAINIK<space>YES<space>PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222 উদাহরণ : SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

৩য় ধাপ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হবে।

প্রবেশপত্র

১। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।

২। Bangladesh Army Sainik Job Circular 2024 এ প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। 

৩। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।

হেল্প লাইন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ প্রার্থীর USER ID ও Password হারিয়ে / ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর ০১৫৫২১৪৬০৬০/০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। Bangladesh Army Sainik Job Circular 2024 এ হেল্প নিতে নিচের পদ্ধতি দেখুন।

SAINIK<space>HELP <space> SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE অথবা SAINIK<space>HELP <space>PIN<space> PIN NUMBER and send to 6596

উদাহরণ : SAINIK HELP DHA 236098 2017 34 অথবা SAINIK HELP PIN 894098 and send to 6596

বিঃদ্রঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ ভাড়া বাসা/বর্তমান/ অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা ও নিম্নবর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন।

জেলা কোটা অনুযায়ী লোক ভর্তি করা হবে। তবে বিএনসিসি, সেনাসন্তান, টেকনিক্যাল ট্রেড এবং টিটিটিআই প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোটা প্রযোজ্য হবে না।

জরুরী প্রয়োজনে

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ এ জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই-মেইল করুন: [email protected]

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  Bangladesh Army Sainik Job Circular 2024 

শেয়ার করুন

1 thought on “বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

Leave a Comment