কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023 কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নিম্নবর্ণিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) শূন্যপদে লোকবল নিয়োগ দিবে। প্যানেল তৈরীর নিমিত্তে কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকগনের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে Online-এ http://pbscum4.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সার সংক্ষেপ

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ  ১টি ক্যাটাগরিতে ৪৫ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৩ জুলাই ২০২৩ইং অফিসিয়াল ওয়েবসাইট ও ২৪ জুলাই  দৈনিক যুগান্তর পত্রিকায়। আবেদনের  শুরু ২৭ জুলাই ২০২৩ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৩ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর কার্যাবলি মূলত কি? 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সমিতি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার।   এতে  করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023 আমাদের ওয়েবসাইটঃ bd jobs plan

আরো কিছু চাকরির খবর 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিবরন 

প্রতিষ্ঠানের নামঃকুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৩ জুলাই ২০২৩
প্রকাশ সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ১টি
শূন্যপদঃ২৮টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২৭ জুলাই ২০২৩ইং
আবেদনের শেষ তারিখঃ১৭ আগস্ট ২০২৩ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে দেখুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না 

কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকগণ আবেদন করতে পারবেন না।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

(০১) পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার ( ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক)

পদ সংখ্যাঃ ২৮টি। শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

বয়সঃ ২৭/০৭/২০২৩ খ্রি: তারিখে ১৮ হতে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন  শ্রমিকগণের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স ৪০  বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেলঃ পবিস বেতন কাঠামো- ২০১৬ অনুযায়ী মূল বেতন ১৪,৭০০.০০ এছাড়া অন্যান্য ভাতাদি প্রদেয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে ন্যূনতম এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২। প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। 

৩। (ক) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভাল ব্যক্তিত্বের অধিকারী হতে হবে ।

(খ) গ্রাম গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।

৪ । বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং

অবশ্যই নিজস্ব বাই সাইকেল থাকতে হবে। 

৫। নিরাপত্তা জামানত হিসেবে পবিস এর ক্যাশ শাখায় ১০,০০০.০০ (দশ হাজার) টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। Madaripur Palli Bidyut Samity Job Circular 2023    

(বিঃ দ্রঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্মারক নং ২৭.১২.০০০.১১০.৫১.০১৩.২৩.১৩০৩, তাং ১২-০৬-২০২৩ খ্রিঃ মোতাবেক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, কুড়ি-লাল পল্লী বিদ্যুৎ সমিতি, ও ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে একই তারিখ ও সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে যেকোনো একটি সমিতিতে আবেদনে উৎসাহিত করা যাচ্ছে।)

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 2
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 3
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 4

সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট – ২৩ জুলাই ২০২৩ 

 আবেদনের শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৩

আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট ২০২৩

আবেদনের লিংক: http://pbscum4.teletalk.com.bd   

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://pbscum4.teletalk.com.bd   এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা

১। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৭ জুলাই ২০২৩, সকাল ১০.০০ ঘটিকা।

২। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শেষ তারিখ ১৭ আগষ্ট ২০২৩, বিকাল ৫:০০ ঘটিকা।

উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনের বয়সসীমা

(ক) ২৭/০৭/২০২৩ খ্রি: তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণক হিসাবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেফিট গ্রহনযোগ্য নয় ।

(খ) সমিতিতে কাজ নাই মজুরী নাই ভিত্তিতে নিয়োজিত লাইন শ্রমিকগণ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (০১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক) পদে বিভাগীয় প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট অফিস প্রধানের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন। আবেদনের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে লাইন শ্রমিক (কাজ নাই মজুরী নাই)-গণের বয়স ৪০ বছর পর্যন্ত শিক্ষিলযোগ্য। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

কর্মরত প্রার্থীর আবেদন

সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরীরত এবং বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ যোগ্য হবে না। Comilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Online আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক সময়ে সংগৃহীত ( ৩ মাসের মধ্যে) রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষর সাইজ, সর্বোচ্চ ৬০KB হতে

হবে।

২।  Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। Online আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থীর একটি User Id ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন

উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উরু Applicant’s copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন, প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পরীক্ষার ফি জমা

Applicant’s Copy কপিতে একটি User Id নম্বর দেয়া থাকবে এবং User Id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা অফেরতযোগ্য সর্বমোট ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online – আবেদনপত্রের সকল অংশ পুরন করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। 

প্রথম SMS 

এ PBSCUM4 <Space< User Id লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: PBSCUM4 ABCDEF & send to 16222

দ্বিতীয় SMS 

এ PBSCUM4-Space> YES < Space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: PBSCUM4 YES 12345678 & send to 16222

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ তথ্য 

প্রবেশপত্র প্রাপ্তি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল ফোনে SMS এবং http://pbscum4.teletalk.com.bd এ নোটিশের মাধ্যমে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

পরীক্ষার সময় 

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নোটিশ বোর্ড ও ওয়েব সাইট https://pbs4.comilla.gov.bd এবং পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের http://pbscum4.teletalk.com.bd লিংকের মাধ্যমে সরবরাহ করা হবে এবং প্রার্থীদের আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। Comilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

মৌখিক পরীক্ষার সময় ০২ কপি এপ্লিকেন্ট কপি ও প্রবেশ পত্রের সাথে আবেদনে উল্লেখিত তথ্য প্রমানের জন্য নিম্নোক্ত কাগজাদির ০২ কপি সত্যায়িত (১ম শ্রেনীর কর্মকর্তা কর্তৃক) ফটোকপি সহ মূল কপি প্ৰদৰ্শন করতে হবে।

(ক) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসর্পোট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

(খ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ )

(গ) স্থানীয় ইউনিয়ন/ পৌরসভা মেয়র/ ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

(ঘ) প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(ঙ) জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ।

(চ) সরকারী/ আধা সরকারী/স্বায়ত্ত শাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে বিভাগীয় ছাড়পত্র/এনওসি।

(ছ) সমিতিতে কর্মরত লাইন শ্রমিকদের কাজের যোগদান পত্র।

(জ) Online-এ পুরণকৃত আবেদনপত্রের কপি (Applicants Copy) (Admit Card))

কর্তৃপক্ষের নির্দেশনা

১। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

২। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৩। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি দাখিল করতে হবে।

৪। নিয়োগের ক্ষেত্রে বাপবিবোর্ড/মৌলভীবাজার পবিস কর্তৃক সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে:

৫। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৬। মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় পবিস এর অনুকূলে ১০,০০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে, যা সন্তোষজনকভাবে চাকুরী সমাপ্তির পর ফেরত প্রদান করা হবে। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023 

চুক্তিভিত্তিতে নিয়োগ

১। সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বৎসর মেয়াদে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। চুক্তিকালীন সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন, বার্ষিক কর্মমূলতেন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর ন্যূনতম ০১/০২ দিনের বিরতি নিয়ে পরবর্তী ০১ (এক) বৎসরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যাবে।

 তবে চুক্তি সম্পাদিত হলেও ১ম পক্ষের লোকবল প্রয়োজন না হলে ১ম পক্ষ কর্তৃক ২য় পক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান ঘটাতে পারবেন। Comilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

২।  সমিতির কর্মচারী (গণ) এর প্রথম মাত্রার রক্ত সম্পর্কীয় আত্মীয় (First Blood) বা সমিতির কর্মচারী (গণ) এর স্বামী/স্ত্রীর প্রথম মাত্রার রক্ত সম্পর্কীয় আত্মীয় (First Blood) এবং একই ভাবে সমিতি বোর্ডের এলাকা পরিচালক/মহিলা পরিচালক (গণ) এর প্রথম মাত্রার রক্ত সম্পৰ্কীয় আমীর (First Blood) একই সমিতিতে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৩। চুক্তিভিত্তিতে নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এর চাকুরী শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্যই বলবৎ থাকবে, যা কোনক্রমেই স্থায়ী করা হবে না।

৪। দুই বা তার অধিক সহোদরের যে কোন একজন আবেদন করতে পারবেন। দুই সহোদর নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্ত উভয়ের চুক্তিই বাতিল হবে।

৫। ইতিপূর্বে অন্য কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে চলমান চুক্তির মেয়াদ উত্তীর্ণের পূর্বে অব্যাহতি প্রাপ্ত/অপসারিত/বরখাস্ত/চাকুরীচ্যুত/স্বেচ্ছায পদত্যাগকারী বা শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত ছিলেন/ দেশের কোন ফৌজদারী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। যদি কেউ তথ্য গোপন করে দিয়োগ প্রাপ্ত হন তবে কোন প্রকার তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষণিকভাবে চাকুরী হতে বরখান্ত করা হবে।

৬। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা গোপন করে অন্যের স্থায়ী ঠিকানা ব্যবহার করে অথবা তথ্য গোপন করে কোন প্রার্থী নিয়োগ প্রাপ্ত হলে চুক্তি বাতিলসহ তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭। পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে বা কোন বিরুপ তথ্য পাওয়া গেলে তা অবাত করতঃ কোন প্রকার আগাম নোটিশ ব্যতিরেকেই চুক্তি বাতিল করা হবে।

৮। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল যোগ্যতা/অভিজ্ঞতা/অন্যান্য প্রয়োজনীয় সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রার্থী কোন সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে ব্যর্থ হলে/সনদপত্র গ্রহণযোগ্য না হলে অথবা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোন অসংগতি পরিলক্ষিত হলে তাকে চাকুরীতে যোগদান করতে দেওয়া হবে না। Cumilla Palli Bidyut Samity-4 Job Circular 2023

যোগাযোগ/হেল্পলাইন

Online -এ  আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা [email protected] এবং comilla [email protected] ই-মেইলে যোগাযোগ করতে হবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এ ম্যাসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর subject – Organization Name: PBSCUM4 Post Name: ••••, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।) Comilla Palli Bidyut Samity-4 Job Circular 2023 

বিঃদ্রঃ আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজ আছে । এই পেজে চাকরির সকল পড়াশোনা দেওয়া হবে। একটু সময় লাগবে কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। এই লিংকে দেখুন

শেয়ার করুন

Leave a Comment