সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর 

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ভূ-প্রকৃতি 

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বা বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে  জানুন। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ সম্পর্কে নানা রকম প্রশ্ন আসে । নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়ুন যা আপনার পরীক্ষায় কাজে লাগবে।

সার সংক্ষেপ

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান

সার সংক্ষেপ

১। বাংলাদেশের ভূ-প্রকৃতি কিরূপ ?

উত্তরঃ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্রহীন সমভূমি।

২। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে বিভক্ত করা যায়?

উত্তরঃ ৩ ভাগে। ১। পাহাড়ি এলাকা ২। সোপান অঞ্চল ৩। প্লাবনভূমি বা পাললিক সমভূমি অঞ্চল। 

৩। বাংলাদেশ কোন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত?

উত্তরঃ বাংলাদেশের অবস্থান ২০°৩৪” উত্তর হতে ২৬°৩৮” উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১’ পূর্ব দ্রাঘিমা রেখা হতে ৯২°৪১” পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত।

৪। বাংলাদেশে আয়তন কত?

 উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

৫। বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

 উত্তরঃ কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার।

৬। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে সোপান অঞ্চল গঠিত ?

উত্তরঃ ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে বাংলাদেশের সোপান অঞ্চল গঠিত

৭। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ি এলাকা গঠিত?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার পূর্বাংশ, কক্সবাজার ও সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণ অংশ নিয়ে এ অঞ্চল গঠিত।

৮।বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে প্লাবনভূমি এলাকা গঠিত?

 উত্তরঃ পদ্মা, মেঘন , যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা নিয়ে প্লাবন ভূমি গঠিত। 

৯। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কে কি বলা হয়?  

উত্তরঃ ভেঙ্গী ভ্যালি

১০। সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি কোথায় অবস্থিত? 

উত্তরঃ  বঙ্গোপসাগরে।

১১। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল। এক নটিক্যাল মাইল – ১.৮৫৩ কিলোমিটার।

১২। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।

১৩। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এর নাম কি?

উত্তরঃ  সেন্টমার্টিন।

১৪। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ এর নাম কি?  

উত্তরঃ বাংলাদেশ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ

১৫। সমুদ্র সমতল থেকে সবচেয়ে বেশি উঁচুতে কোন জেলা অবস্থিত ?

উত্তরঃ দিনাজপুর জেলা (৩৭.৫ মিটার)

১৬।বাংলাদেশের পাহাড় গুলো গঠিত হয় কোন যুগে?

উত্তরঃ টারশিয়ারী যুগে।

১৭। বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি? 

উত্তর গারো পাহাড়

১৮। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?  

উত্তরঃ ময়মনসিংহ জেলায় । .

১৯। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে 

উত্তরঃ ক্রান্তীয় অঞ্চলে 

২০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?

 উত্তরঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। 

২১। বরেন্দ্রভূমি কাকে বলে? 

উত্তরঃ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বরেন্দ্রভূমি বলে।

২২। বরেন্দ্রভূমি আয়তন কত? 

উত্তরঃ ৯,৩২৪ বর্গ কিলোমিটার।

২৩। মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? 

উত্তরঃ গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল

 ২৪।মধুপুর ও ভাওয়ালের গড় এর আয়তন কত?

 উত্তরঃ  ৪,১০৫ বর্গ কিলোমিটার

২৫। বাংলাদেশের নিম্ন অঞ্চলের জেলা সমূহ কিভাবে গঠিত?

 উত্তরঃ প্লাবন সমভূমি

২৬। পুরাতন পলল গঠিত চত্বর ভূমি গঠিত হয় কোন যুগে? 

উত্তরঃ প্লাইস্টোসিন যুগে।

২৭।সোপান অঞ্চল কি?  

উত্তরঃ চত্বর ভূমি।

.২৮। বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?

 উত্তরঃ বঙ্গ খাত

২৯। বাংলাদেশের আগে সাগর ছিল তার প্রমাণ কি? 

উত্তরঃ চুনাপাথরের খনি 

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান বিভিন্ন পয়েন্ট এর অবস্থান

সাধারণ-জ্ঞান-বাংলাদেশ-বিষয়াবলী-2-2

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বিভিন্ন পয়েন্ট এর অবস্থান

১। জিরো পয়েন্ট এর অবস্থান =  গুলিস্তান,ঢাকা

২। জাফর পয়েন্ট, হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট এর অবস্থান =  সুন্দরবনের দক্ষিণে

৩। এলিফ্যান্টের পয়েন্ট ও লাবনী পয়েন্ট এর অবস্থান =  কক্সবাজার

৪। সাইবার সিটি = সিলেট 

৫।হেলদি সিটি = চট্টগ্রাম 

৬। ক্লিন সিটি =  ঢাকা 

৭। গ্রীন সিটি, সিল্ক সিটি = রাজশাহী

৮। কুয়েত সিটি =  খুলনা অঞ্চল

 ৯। লাভ সিটি = ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্প নগরী।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী জাতীয় ও বিশেষ বিষয়াবলী 

০১। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম –  লাল রংয়ের বৃত্তের মাঝে হলুদ রংয়ের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরের দিকে লেখা আছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নিচে লেখা ‘সরকার’

এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।

০২। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার – এম এন সাহা।

০৩। বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পার্ট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা।

০৪। বাংলাদেশের জাতীয় প্রতীকের রুপকার – কামরুল হাসান।

০৫। বাংলাদেশের জাতীয় সংগীতের গীতিকার ও সুরকার – রবীন্দ্রনাথ ঠাকুর।

০৬। জাতীয় সংগীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের  স্বরবিতান কাব্য (গীতবিতান কাব্যগ্রন্থ) থেকে সংকলিত ।

০৭। জাতীয় সংগীত হিসেবে গ্রহন করা হয় ২৫ চরণ বিশিষ্ট কবিতার প্রথম ১০ চরণ তবে যে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম চার চরণ বাজানো হয়।

০৮। বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা – কাজী নজরুল ইসলাম

০৯। বাংলাদেশের জাতীয় পতাকার রং – গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত

১০। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত – ১০ : ৬ বা ৫ : ৩। 

১১। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন – ২ মার্চ, ১৯৭১ (আ.স.ম. আব্দুর রব)।

১২। জাতীয় পতাকার ডিজাইনার – কামরুল হাসান।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের বিভিন্ন দিবস

০১। জাতীয় শিক্ষক দিবস = ১৯ জানুয়ারি

০২। শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস = ২১ ফেব্রুয়ারি

০৩। জাতীয় পতাকা উত্তোলণ দিবস = ২ মার্চ

০৪। জাতীয় পতাকা উত্তোলণ দিবস = ১৭ মার্চ

০৫। স্বাধীনতা দিবস/জাতীয় দিবস = ২৬ মার্চ 

০৬। মুজিবনগর দিবস = ১৭ এপ্রিল 

০৭। জাতীয় শোক দিবস = ১৫ আগস্ট 

০৮। সংবিধান দিবস = ৪ নভেম্বর

০৯। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস = ৭ নভেম্বর

১০। সশস্ত্র বাহিনী দিবস = ২১ নভেম্বর

১১। মুক্তিযোদ্ধা দিবস = ১ ডিসেম্বর

১২। শহীদ বুদ্ধিজীবী দিবস = ১৪ ডিসেম্বর

১৩। বিজয় দিবস = ১৬ ডিসেম্বর

১৪। জাতীয় কৃষি দিবস = ১লা অগ্রহায়ণ

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ভৌগোলিক নাম

০১। ভাটি দেশ  / নদীমাতৃক দেশ /সোনালী আঁশের দেশ = বাংলাদেশ

০২। মসজিদের শহর =  ঢাকা

০৩।বাংলাদেশের প্রবেশদ্বার / ১২আউলিয়ার দেশ/ বাণিজ্যিক রাজধানী = চট্টগ্রাম

০৪।৩৬০ আউলিয়ার দেশ = সিলেট

০৫।প্রাচ্যের ড্যান্ডি =  নারায়নগঞ্জ

০৬। সাগরকন্যা =  পটুয়াখালী

০৭। হিমালয় কন্যা = পঞ্চগড়

০৮।বাংলার শস্য ভান্ডার/ ভেনিস =  বরিশাল

০৯। চট্টগ্রামের দুঃখ =  চাকতাই খাল 

 ১০। কুমিল্লার দুঃখ = গোমতী

 ১১। পশ্চিমা বাহিনীর নদী =  ডাকাতিয়া নদী

 ১২। সাগর দ্বীপ = ভোলা

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পুরাতন ও বর্তমান নাম

বর্তমান নাম — পুরাতন নাম 

ঢাকা =   জাহাঙ্গীরনগর

চট্টগ্রাম =  ইসলামাবাদ

খুলনা=  জাহানাবাদ

বরিশাল=  চন্দ্রদীপ

বাগেরহাট =  খলিফা বাদ

গাজীপুর=  জয়দেবপুর

ফরিদপুর =  ফাতেহাবাদ

আসাদ গেট =  আইয়ুব গেট

সিলেট =   জালালাবাদ

দিনাজপুর =  গন্ডোয়ারল্যান্ড

ময়মনসিংহ =  নাসিরাবাদ 

মহাস্থানগড় =   পুন্ড্র বর্ধন

কুমিল্লা =  ত্রিপুরা

নোয়াখালী =  সুধারাম 

সোনারগাঁও =  সুবর্ণগ্রাম

যশোর =  খলিফাতাবাদ

শেরে বাংলা নগর=  আয়ুব নগর

বাংলা একাডেমী =  বর্ধমান হাউস

উত্তরবঙ্গ =  বরেন্দ্রভূমি

বাহাদুর শাহ পার্ক =  ভিক্টোরিয়া পার্ক

 সেন্টমার্টিন দ্বীপ =   নারিকেল জিঞ্জিরা

 নিঝুম দ্বীপ =  বাউলার চর

 রাজউক =  ডি আই টি

সাধারণ-জ্ঞান-বাংলাদেশ-বিষয়াবলী-3-3

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী সীমানা / আয়তন

১। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি  রাজ্য?

উত্তরঃ  ৫টি রাজ্য (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)

২।বাংলাদেশের মোট (ভারত ও মিয়ানমার) সীমান্তবর্তী জেলা কয়টি?

উত্তরঃ  ৩২টি।

৩।ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?

উত্তরঃ ৩০টি।

 ৪। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

উত্তরঃ  ৩টি (রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান।)

৫।বাংলাদেশের ভারত ও মিয়ানমারকে স্পর্শ করেছে কোন জেলা? 

উত্তরঃ রাঙ্গামাটি জেলা

৬।বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত?

 উত্তরঃ পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়।

৭। বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশ অবস্থিত?

 উত্তরঃ আসাম ত্রিপুরা ও মিজোরাম

 ৮। বাংলাদেশের পূর্বের সীমানা কি?

 উত্তরঃ আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার।

 ৯। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত? 

 উত্তরঃ পশ্চিমবঙ্গ

১০। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?

 উত্তরঃ বঙ্গোপসাগর

১১।বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে? 

উত্তরঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

১২। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ১৬মে ১৯৭৪ সালে

১৩। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?

 উত্তরঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।

১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ ছিলঃ

উত্তরঃ বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর।

১৫। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?

উত্তর ১৯৭৪ সালের তৃতীয় সংশোধনীর মাধ্যমে।

১৬। বাংলাদেশ জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে?

 উত্তরঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।

১৭। বাংলাদেশ ভারতের অনিমাংসিত এলাকা কোথায় অবস্থিত?

উত্তরঃ মুহুরীর চর ফেনী।

১৮। বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার?

 উত্তরঃ ২ কিলোমিটার

১৯। বাংলাদেশের মোট স্থল সীমা কত?

 উত্তরঃ ৪,৪২৭ কিলোমিটার।

২০।বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? 

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

সাধারণ জ্ঞান বাংলাদেশ সকল পরীক্ষার

২১। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।

২২। বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাধের দূরত্ব কত?

উত্তরঃ  ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল।

২৩। এক নটিক্যাল মাইল কত কিলোমিটার?

 উত্তরঃ ১.৮৫৩ কিলোমিটার

২৪। ভারতের ভেতরে বাংলাদেশের কতটি ছিট মহল রয়েছে/

উত্তরঃ ৫১ ছিটমহল

২৫।বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল রয়েছে 

উত্তরঃ ১১১টি ছিটমহল।

২৬। ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

 উত্তরঃ লালমনিরহাট (৫৯টি)

২৭। ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল/?

 উত্তর: লালমনিরহাট (৫৯ টি) পঞ্চগড়(৩৬টি) টি কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারী (৪টি)

২৮। দহগ্রাম আঙ্গরপোতা ছিট মহল বাংলাদেশের কোন জেলায় ও থানায় অবস্থিত?

উত্তরঃ লালমনিরহাট জেলা ও পাটগ্রাম থানায়ইয়

২৯। দহগ্রাম ছিটমহলের আয়তন কত? 

উত্তরঃ ৩৫ বর্গমাইল।

৩০। বেডু বাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 

উত্তরঃ পঞ্চগড় জেলায়।

৩১। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিট মহলের সাথে যোগাযোগের জন্য কত বিঘা করিডোর ব্যবহার করা হয়?

 উত্তরঃ ৩ বিঘা করিডোর

৩২। ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়?

উত্তরঃ ২৬ জুন, ১৯৯২ সালে।

৩৩। ভারত কবে বহুল প্রতীক্ষিত তিনবিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য বাংলাদেশের জন্য খুলে দেয়?

উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০২১১ সালে

৩২। তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ তিস্তা নদীর তীরে।

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সকল পরীক্ষার

সাধারণ-জ্ঞান-বাংলাদেশ-বিষয়াবলী-4-4

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অবস্থান

১। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি ?

উত্তরঃ পঞ্চগড়

২। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?

 উত্তরঃ কক্সবাজার

৩।  বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি?

 উত্তর বান্দরবান

৪। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি?

 উত্তরঃ নবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

৫। বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?

 উত্তরঃ তেঁতুলিয়া

৬। বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি?

 উত্তরঃ টেকনাফ

৭।  বাংলাদেশের পূর্বের থানা কোনটি?

 উত্তরঃ থানচি

৮।  বাংলাদেশের পশ্চিমের থানা কোনটি?

 উত্তরঃ শিবগঞ্জ

৯।  বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?

 উত্তরঃ বাংলাবান্দা

১০।  বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি?

উত্তরঃ  ছেঁড়া দ্বীপ

১১।  বাংলাদেশের সর্ব পূর্বের স্থান কোনটি ?

উত্তরঃ আখান ইঠং

১২। বাংলাদেশের সর্ব পশ্চিমে কোন স্থান অবস্থিত? 

উত্তরঃ মনাকশা

১৩।বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের থানা কোনটি? 

উত্তরঃ জকিগঞ্জ

১৪। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের থানা কোনটি?

উত্তরঃ টেকনাফ

১৫। আয়তনে বাংলাদেশের বড় বিভাগ কোনটি? 

উত্তর চট্টগ্রাম বিভাগ (৩৩ হাজার ৭৭১ কিলোমিটার)

১৬। আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি?

উত্তরঃ ময়মনসিংহ বিভাগ (১০৫৮৪ বর্গ কিলোমিটার)

১৭। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

উত্তরঃ ঢাকা বিভাগ।

১৮। জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?

উত্তরঃ বরিশাল বিভাগ।

১৯। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?

 উত্তরঃ রাঙ্গামাটি (৬,১১৬ বর্গ কি.মি.)

২০।  আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?

 উত্তরঃ নারায়ণগঞ্জ (৭০০ বর্গ কি. মি.)

২১।  আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি ?

উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)

২২। আয়তনে বাংলাদেশের ছোট থানা কোনটি?

 উত্তরঃ ওয়ারি, ঢাকা

২৩।  আয়তনে বাংলাদেশের বড় উপজেলা কোনটি?

উত্তরঃ শ্যামনগর (সাতক্ষীরা)

২৪। আয়তনে বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?

 উত্তরঃ বন্দর থানা (নারায়ণগঞ্জ) 

২৫। জনসংখ্যায় বাংলাদেশের বড় জেলা কোনটি?

 উত্তরঃ ঢাকা

২৬।  জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি?

 উত্তরঃ  বান্দরবান

২৭। জনসংখ্যায় বাংলাদেশের বড় থানা কোনটি? 

 উত্তরঃ  গাজীপুর সদর, গাজীপুর

২৮।  জনসংখ্যায় বাংলাদেশের ছোট থানা কোনটি ? 

উত্তরঃ  বিমানবন্দর, ঢাকা

২৯।  জনসংখ্যায় বাংলাদেশের বড় উপজেলা কোনটি? 

 উত্তরঃ গাজীপুর সদর, গাজীপুর

৩০।  জনসংখ্যায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? 

 উত্তরঃ থানচি,  বান্দরবান

৩১। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন কোনটি?

 উত্তরঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন (আয়তম ১৬৮৭.৩৯ বর্গ কিলোমিটার)

৩২। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?

 উত্তরঃকক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন (আয়তন-২ বর্গ কিলোমিটার)

৩৩। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান কোনটি ? 

উত্তরঃ ছেঁড়াদ্বীপ (যদি ছেঁড়াদ্বীপ না থাকে তাহলে সেন্টমার্টিন হবে)

৩৪। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি?

 উত্তরঃ সেন্টমার্টিন।

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান আবহাওয়া

সাধারণ-জ্ঞান-বাংলাদেশ-বিষয়াবলী-5-5

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী আবহাওয়া ও জলবায়ু

১। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?

 উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।

২। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ।

৩। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি ও কোথায় অবস্থিত?

উত্তরঃ  ৪টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত ।

৪। বাংলাদেশের আবহাওয়া অফিস কতটি? 

উত্তরঃ  ৩৫টি।

৫। বাংলাদেশের জলবায়ু কেমন?

উত্তরঃ সমভাবাপন্ন ।

৬। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? 

উত্তরঃ মৌসুমী বায়ু ।

৭। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? 

উত্তরঃ  দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য ।

৮। বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না কেন? 

উত্তরঃ  ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে । 

৯। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?

উত্তরঃ  ক্রান্তীয় জলবায়ু অঞ্চল ।

১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? 

উত্তরঃ  চিলির নিকট প্রশান্ত মহাসাগরে ।

১১। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?

উত্তরঃ সিলেটের লালখানে ।

১২। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?

উত্তরঃ  নাটোরের লালপুরে।

১৩। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

উত্তরঃ ২০৩ সে. মি. ।

১৪। বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কত?

৩৮৮ সে. মি. (সিলেটের লালখানে)।

১৫। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত? 

 উত্তরঃ ৬ ঘন্টা আগে

১৬। বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কত?

উত্তরঃ  ১৫৪ সে. মি. নাটোরের লালপুরে)।

১৭।বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাত কত? 

উত্তরঃ ৩০৯ সে. মি.

১৮। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

উত্তরঃ  নাটোরের লালপুর

১৯। বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?

 উত্তরঃ  রাজশাহী।

২০। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? 

উত্তরঃ  শ্রীমঙ্গল।

২১। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? 

উত্তরঃ সিলেট।

২২। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

 উত্তরঃ এপ্রিল ।

২৩। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

উত্তরঃ জানুয়ারি।

২৪। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? 

উত্তরঃ ২৫.৭০° সেলসিয়াস।

২৫। বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?

উত্তরঃ  ২০.১° সেলসিয়াস।

২৬ঃ বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত?

 উত্তরঃ  ২৭.৮° সেলসিয়াস।

২৭। বাংলাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা কখন কত থাকে?

উত্তরঃ  সর্বোচ্চ জুলাই মাসে ৯৯% সর্বনিম্ন ডিসেম্বর মাসে ৩৬% ।

২৮। গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত?

উত্তরঃ  ৬ ঘন্টা আগে।

২৯। বাংলাদেশে মোট কয়টি ঋতু?

উত্তরঃ  ৬টি।

৩০। বাংলাদেশে কোন কোন ঋতুর প্রভাব বেশি? 

উত্তরঃ গ্রীষ্ম, শীত ও বর্ষা ।

৩১। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র কতু বলা হয়।

উত্তরঃ  বর্ষা ঋতুকে।

৩২। ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কত? 

উত্তরঃ  ৪২.৩° সেলসিয়াস (১৯৬০ সালে)।

৩৩। SPARRSO কী?

উত্তরঃ  মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। 

৩৪। SPARRSO এর পূর্ণরূপ কী?

উত্তরঃ  Space Research and Remote Sensing Organization.

৩৫। SPARRSO কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।

৩৬। ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম কি?

উত্তরঃ সিডর

৩৭। সিডর কোন শব্দ ?

উত্তরঃ সিংহলী ( এর অর্থ চোখ)

৩৮। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আইলা কবে আঘাত হানে? 

উত্তরঃ ২৫ মে ২০২৯

৩৯। আইলা শব্দের অর্থ কি?

উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।

 

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ,  সাধারণ জ্ঞান বাংলাদেশ  বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান আরো জানতে দেখুন ইউকিপিডিয়া বাংলাদেশ

শেয়ার করুন

4 thoughts on “সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর ”

    • আপনাকে অভিনন্দন। আপনি চাইলে আমাদের আরো পোষ্ট দেখতে পারেন চাকরির প্রস্ততি পেইজে

      Reply
      • আপনাকেও ধন্যবাদ।
        আমি আরো সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে চাচ্ছি।
        কিভাবে সাহায্য পেতে পারি ?
        দয়া করে জানাবেন

        Reply

Leave a Comment